আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আট মাসে পুরো বোখারি শরিফ হিফজ করলেন দুই তরুণ

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৯৯ বার

আট মাসে পুরো বোখারি শরিফ হিফজ করলেন দুই তরুণ

ইসলামী শিক্ষার ইতিহাসে এক বিরল কৃতিত্ব অর্জন করেছেন দেশের দুই মাদরাসাছাত্র। মাত্র আট মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ ‘সহিহ বোখারি’ সম্পূর্ণ মুখস্থ করে তারা এই অনন্য নজির স্থাপন করেছেন। তাদের এই অসামান্য কৃতিত্ব শিক্ষক এবং সহপাঠীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বোখারি শরিফ মুখস্ত করার কৃতিত্ব দেখিয়েছেন মাসউদুর রহমান ও হাসনাইন সারওয়ার

এই দুই হাফেজে হাদিস হলেন ময়মনসিংহের মোহাম্মদ মাসউদুর রহমান এবং কিশোরগঞ্জের হাসনাইন সারওয়ার। তারা দুজনই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বাগমুছা এলাকার আল মারকাজুল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। মাদরাসার ‘হিফজুল হাদিস’ বিভাগের ছাত্র মাসউদুর ৮ মাস ৯ দিনে এবং ‘উলুমুল হাদিস’ বিভাগের হাসনাইন ৮ মাস ৭ দিনে বোখারি শরিফ মুখস্থ করার গৌরব অর্জন করেন।

সাফল্যের পেছনের গল্প বলতে গিয়ে মাসউদুর রহমান বলেন, ‘ছোটবেলায় ৪০টি হাদিস মুখস্থ করেছিলাম। সে সময়েই হাদিসের প্রতি অন্য রকম এক ভালোবাসা জন্মে। পরে উস্তাদদের উৎসাহে বোখারি শরিফ হিফজের সংকল্প করি এবং আল্লাহর রহমতে সফল হই।’ তিনি আরও জানান, মাদরাসার উপযুক্ত পরিবেশ থাকায় কাজটি তার জন্য সহজ হয়েছে।

অন্যদিকে হাসনাইন সারওয়ার জানান, প্রথমে বড় ভাইয়ের অনুপ্রেরণায় হাদিস মুখস্থ করা শুরু করেন তিনি। হাসনাইন বলেন, ‘পরবর্তী সময়ে মুহাদ্দিসদের জীবনী পড়তে গিয়ে দেখি, আগের আলেমরা লাখ লাখ হাদিস মুখস্ত করতেন। এসব দেখে বোখারি শরিফ হিফজের ইচ্ছা জাগে। আল্লাহর তাওফিকে তা সম্পন্ন করতে পেরেছি।’

ভবিষ্যতে হাদিসের গবেষণায় নিজেদের জীবন উৎসর্গ করতে চান এই দুই তরুণ। এ বিষয়ে তারা বলেন, ‘আমরা মানুষের হেদায়েতের কারণ হতে চাই এবং আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন।’

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba