আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

আইজিপি: দুর্গাপূজা ঘিরে সারা দেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৬৭ বার

আইজিপি: দুর্গাপূজা ঘিরে সারা দেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

দুর্গাপূজা ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

আইজিপি বলেন, দুর্গাপূজার আগে, চলাকালীন এবং পরবর্তী সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। এ বছর সারাদেশের পূজামণ্ডপগুলো উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

তিনি আরও বলেন, পূজার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নজরদারি থাকবে। এজন্য পুলিশের পাশাপাশি র‌্যাব, এপিবিএন, সাদাপোশাক পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও স্বাট টিম স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে। 

এছাড়া পুলিশ সদর দপ্তর ও সকল ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

আইজিপি পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানান। সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানান তিনি।

পুলিশ প্রধান বলেন, সবার সহযোগিতায় এ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।

পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে মোট ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এ মহোৎসব।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba