আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

৭ দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৬০ বার

৭ দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

 

৫ দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এ সময়ে এ ধরনের কর্মসূচির প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনও শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা।তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।

এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান পরিস্কার। আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশের পিআর এর কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলেও জানান তিনি। 

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba