আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জামায়াতসহ অন্যান্য দলের সমাবেশ অযথা চাপ সৃষ্টি করছে মির্জা ফখরল ইসলাম

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৬০ বার

জামায়াতসহ অন্যান্য দলের সমাবেশ অযথা চাপ সৃষ্টি করছে মির্জা ফখরল ইসলাম

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলন-সমাবেশ এখন অযথা চাপ সৃষ্টি করছে, যা আলোচনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল বলেন, আমার মনে হয় এই মুহূর্তে এ ধরনের কর্মসূচির প্রয়োজন ছিল না। আলোচনা এখনো শেষ হয়নি। এই সময়ে সমাবেশ করা গণতন্ত্রের জন্যও ভালো নয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সহায়ক নয়।

তিনি প্রশ্ন তোলেন, রাস্তায় নেমে সংকটের সমাধান হবে কি না। তার ভাষ্য, আওয়ামী লীগের পতনের পর আমরা আর কোনো ইস্যুতে রাস্তায় নামিনি।

বিএনপি মহাসচিব পুনর্ব্যক্ত করে বলেন, সংলাপের মাধ্যমেই সমাধান চান তারা। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নও আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে এর প্রয়োজন নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে, সেগুলো সামনে আনা দরকার।

ফখরুলের মতে, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সমর্থন অপরিহার্য। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন করতে পারে। সেখানেই এ ধরনের সিদ্ধান্ত সম্ভব।

১৪ দল জোট বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ফখরুল বলেন, আমাদের ভূমিকা কী হবে তা এখনো জানি না। ড. ইউনূসের সঙ্গে আলাপ হলে বোঝা যাবে। ধারণা করা হচ্ছে, গণতন্ত্রের অগ্রগতি ও জাতীয় উন্নয়ন প্রসঙ্গই সেখানে আলোচনায় আসবে।

দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিদেশে নেওয়া হয় কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমি তা মনে করি না। আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। অতীতে যেমন নিয়েছি, ভবিষ্যতেও নেব। এখানে বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন নেই।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba