আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ

  • আপডেটেড: সোমবার ২২ Sep ২০২৫
  • / পঠিত : ১১৯ বার

কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ

 কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ 


কাদিয়ানিদের (আহমদিয়া জামাত) বিশ্বাস, কর্মকাণ্ড ও আকীদা ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। তারা 'মির্জা গোলাম আহমদ' নামক একজন মিথ্যাবাদীকে নবী হিসেবে বিশ্বাস করে, যা সরাসরি ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খতমে নবুওয়তের বিরোধী।


রোববার (২১ সেপ্টেম্বর) সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।


রাজধানীর যাত্রাবাড়ীর মুরাদপুর দারুল হিকমাহ মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতী মোহাম্মদ আলী, মুফতী নূর হুসাইন নূরানী, মুফতী শুয়াইব ইবরাহীম, মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতী শফিক সাদী, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা ফয়জুল্লাহ, মুফতী আরিফুল ইসলাম ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।


নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে মুসলমানদের ঈমান, আকীদা ও ধর্মীয় বিশ্বাস রক্ষার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। পাকিস্তানসহ বহু মুসলিম দেশে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশে তারা ইসলামের নাম ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্তি ও ঈমান নষ্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


নেতৃবৃন্দ আগামী ১৫ নভেম্বর, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে  অনুষ্ঠিতব্য *আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করার জন্য দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান।


তারা বলেন, এই মহাসমাবেশে দেশের শীর্ষ আলেম ওলামা, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিভিন্ন দেশের ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো *খতমে নবুওয়াতের বিশ্বাস রক্ষা*, *কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা*, এবং ইসলামী আকীদা ও চিন্তাধারার শুদ্ধতা বজায় রাখা।


 এটি একটি ঈমানি আন্দোলন। তাই দেশের প্রতিটি মুসলমানের উচিত—এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজের ঈমানী দায়িত্ব পালন করা এবং রাষ্ট্রকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba