আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ

  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ Sep ২০২৫
  • / পঠিত : ৭৭ বার

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

সচিব বলেন, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকদের দ্বীপে রাতযাপনের অনুমতি দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাস সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।

যদিও দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছিলেন, তবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

কক্সবাজার থেকে সমুদ্রপথে প্রায় ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে সেন্টমার্টিনে পৌঁছানো যায়। সাগরের স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুকাবেলা ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দ্বীপ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba