আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সিঙ্গাপুরের বদলে বাংলাদেশে আঞ্চলিক ট্রানজিট হাব করতে চায় স্টারলিংক

  • আপডেটেড: মঙ্গলবার ৩০ Sep ২০২৫
  • / পঠিত : ২৯ বার

সিঙ্গাপুরের বদলে বাংলাদেশে আঞ্চলিক ট্রানজিট হাব করতে চায় স্টারলিংক

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে চায়। এর মাধ্যমে ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোতে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পাঠানো এক চিঠিতে স্টারলিংক এই অনুমোদন চেয়েছে।
এতে বলা হয়, সিঙ্গাপুরের পরিবর্তে বাংলাদেশকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করা হলে কোম্পানির বৈশ্বিক নেটওয়ার্ক আরও কার্যকর ও নিরাপদ হবে।

স্টারলিংক জানিয়েছে, বাংলাদেশে তাদের পয়েন্ট অব প্রেজেন্স বা ডেটা হাব সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে যুক্ত করা হবে। এজন্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, স্টারলিংকের নেটওয়ার্কে স্থিতিশীলতা ও বিকল্প সংযোগ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কোম্পানিটি স্পষ্ট করেছে, প্রস্তাবিত আন্তর্জাতিক সংযোগ কেবল স্টারলিংকের নিজস্ব নেটওয়ার্কের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যবহৃত হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় গ্রাহকের ডেটার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না।

স্টারলিংক আশ্বস্ত করেছে, দেশের ভেতরের গ্রাহকদের ইন্টারনেট ট্রাফিক সবসময় স্থানীয় আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমেই চলাচল করবে এবং জাতীয় নিরাপত্তা, আইনানুগ নজরদারি ও কনটেন্ট ব্লকিং নীতিমালা কঠোরভাবে মানা হবে।

স্টারলিংক আরও জানিয়েছে, এ সংযোগ স্থাপনের জন্য তারা সরকার-অনুমোদিত স্থানীয় প্রতিষ্ঠান ফাইবার হোম এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে আইপিএলসি সেবা নেবে।

চিঠিতে স্টারলিংক বিটিআরসিকে অনুরোধ করেছে, অনুমোদন যেন ‘যত দ্রুত সম্ভব’ দেওয়া হয়।

এ বছরের মে মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা চালু করেছে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী এই প্রতিষ্ঠান

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba