আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বিশ্বমঞ্চে ফের দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি হাফেজ

  • আপডেটেড: মঙ্গলবার ৩০ Sep ২০২৫
  • / পঠিত : ৩৯ বার

বিশ্বমঞ্চে ফের দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি হাফেজ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল হলো। লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক। বিশ্বের ৭৫টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

লিবিয়ার ধর্ম ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বেনগাজিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার ‘সিগারুল হুফফাজ’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করে হাফেজ আনাস পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন। এই বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে লিবিয়ার সালমান মাহমুদ এবং গিনির আমাদু বালিদি। অনুষ্ঠানে লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১১ বছর পর পুনরায় চালু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীরা ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির তত্ত্বাবধানে হাফেজ আনাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারি মাসউদুর রহমান।

হাফেজ আনাস বিন আতিকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তার বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান। তিনি বর্তমানে রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত আছেন এবং এর আগে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন।

হাফেজ আনাসের এই অর্জন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের ধারাকে আরও বেগবান করেছে। এর আগে একই প্রতিযোগিতায় ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম সপ্তম, ২০২৩ সালে আবু তালহা দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন। এছাড়া ২০২৪ সালে মাহমুদুল হাসানও তাফসির বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba