আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

অর্থ উপদেষ্টা: হঠাৎ চাল রপ্তানি বন্ধ করার ঘোষণা প্রতিবেশী দেশের

  • আপডেটেড: মঙ্গলবার ৩০ Sep ২০২৫
  • / পঠিত : ৩২ বার

অর্থ উপদেষ্টা: হঠাৎ চাল রপ্তানি বন্ধ করার ঘোষণা প্রতিবেশী দেশের

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ থাকলেও পার্শ্ববর্তী দেশ হঠাৎ চাল রপ্তানি না করার ঘোষণা দিয়েছে, ফলে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে ওপেন টেন্ডারের মাধ্যমে মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম কিছুটা কমেছে, যা দেশের জন্য স্বস্তিদায়ক। তবে বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন তিনি।

তিনি বলেন, চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। সবজির দাম ঋতুভেদে ওঠানামা করে। বাজারে আমরা এখনো পুরোপুরি সফল হতে পারিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, যারা অর্থ পাচার করেছে তারা অত্যন্ত কৌশলী। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সময় লাগছে, তবে এ বিষয়ে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়া নতুন সরকারকেও অব্যাহত রাখতে হবে, কারণ এটি আন্তর্জাতিক নিয়মের অংশ।

সালেহউদ্দিন বলেন, কিছু সম্পত্তি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং পাচারকারীদের বিদেশি অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্য সরকারের হাতে রয়েছে। শিগগিরই জানানো যাবে কত অর্থ ফিরিয়ে আনা সম্ভব।

কোনো কোনো মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব প্রকল্প বহু আগেই অনুমোদিত। এই ১৪ মাসে নতুন কোনো প্রকল্প শুরু হয়নি, বরাদ্দ দেওয়া হচ্ছে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba