আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত

  • আপডেটেড: বুধবার ০১ Oct ২০২৫
  • / পঠিত : ৪১ বার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জুম্ম ছাত্র-জনতা সংগঠন তাদের খোলা ফেসবুক পেজে এই তথ্য জানায়।

সংগঠন জানায়, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এরপরই প্রতিনিধি দল জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।

তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যথাযথভাবে পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।

গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠে। এর প্রতিবাদে জুম্ম ছাত্র–জনতা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর রবিবার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতা ঘটে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি সংঘর্ষে তিন পাহাড়ি নিহত হয়।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba