আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটেড: শনিবার ০৪ Oct ২০২৫
  • / পঠিত : ৪৬ বার

ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতির মাঠে শক্ত অবস্থান  চাইলে ওয়ার্ড পর্যায় থেকে দলকে গুছিয়ে আনতে হবে:জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী 


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সমালোচনা ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে স্বীয় আদর্শ সমুন্নত রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে হবে। রাজনীতির মাঠে শক্ত অবস্থান চাইলে ওয়ার্ড পর্যায় থেকে দলকে গুছিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার কৃপণতা ও অলসতা কাম্য নয়। দল প্রত্যেক নেতা ও কর্মীর কাছে পর্যাপ্ত সময় ও কুরবানী চায়, তাই আসুন! আমরা যারা জমিয়ত করি সবাই দলের জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করি।


আজ শনিবার (৪ অক্টোবর) ফরিদপুর জেলা জমিয়ত আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন। 

ফরিদপুর জেলা জমিয়তকে একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানিয়ে তিনি আরো বলেছেন, সূচনাকাল থেকেই জমিয়ত ভবিষ্যত পরিণতির কথা মাথায় রেখে কর্মপন্থা নির্ধারণ করে আসছে এবং এখনো দলে এই নীতিই অনুসৃত হচ্ছে।


ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কাইযূমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশের অন্যতম বুজুর্গ আলেমে দ্বীন মাওলানা হেলাল উদ্দিন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন,মাওলানা মামূন আব্দুল্লাহসহ জেলা জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্নন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সম্মেলনে জেলার অন্তর্গত প্রতিটি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba