আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান

  • আপডেটেড: সোমবার ০৬ Oct ২০২৫
  • / পঠিত : ৩৮ বার

৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।রাশেদ খাঁন বলেন, ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে সরকার এখনো মনোযোগ দেয়নি। নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। সরকার এই ঘটনার বিচার করতে না পারলে নির্বাচনী পরিবেশ কীভাবে তৈরি করবে।

তিনি বলেন, পরিষদ ইতিমধ্যে ৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও ১০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই। পুলিশ- প্রশাসন ও সব সেক্টরে এখনো আওয়ামী দোসররা আছে। তাই নির্বাচনের আগে প্রশাসনে সংস্কার গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের আন্তরিকতা আছে জানিয়েছে রাশেদ খাঁন বলেন, আমরা তাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। তবে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba