আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াত: মাওলানা হাসানাত আমিনী

  • আপডেটেড: সোমবার ০৬ Oct ২০২৫
  • / পঠিত : ৫২ বার

সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াত: মাওলানা হাসানাত আমিনী

সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াত: মাওলানা হাসানাত আমিনী

সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার উপস্থিতি ও বক্তব্যকে “শিরকী ও বিতর্কিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করা দলটির এক নেতা আজানের সাথে হিন্দুদের উলুধ্বনির তুলনা করেছেন, অন্য এক নেতা পূজা ও রোজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেছেন। এগুলো মুসলিম সমাজের ঈমান-আকীদার পরিপন্থী এবং শিরকী বক্তব্য।

তিনি অভিযোগ করেন, “ক্ষমতার লোভে জামায়াত নেতারা শিরকের সাথে আপস করে পূজাম-পে গিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। তারা এখন ‘হিকমাহ’র নামে এসব বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন, অথচ ঈমান ও শিরকের প্রশ্নে কোনো ‘কৌশল’ বা ছাড়ের সুযোগ নেই। ইসলামী শরীয়াহ এবং হক্কানি উলামায়ে কেরাম এ ধরনের বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।” মাওলানা হাসানাত আমিনী আরও বলেন, “মুসলমানরা নিজেদের সংস্কৃতি পালন করতে পারে, তবে কোনোভাবেই অমুসলিমদের ধর্মীয় রীতিতে অংশগ্রহণ করতে পারে না

পূজামণ্ডপে গিয়ে শিরকি বক্তব্য দেওয়া স্পষ্টতই ইসলাম পরিপন্থী কাজ।” তিনি জামায়াত নেতাদের উদ্দেশে বলেন, “যে রাজনীতি ঈমান ও আমল নষ্ট করে, সে রাজনীতি না করাই উত্তম। ইসলামি রাজনীতি করতে হলে কুরআন-সুন্নাহর ওপর ভিত্তি করে চলতে হবে। পূজামণ্ডপে গিয়ে ঈমান বিসর্জন দিয়ে ভারতের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। এভাবে ইসলাম ও মুসলমানদের কল্যাণ সম্ভব নয়।”

তিনি বলেন, জনগণকে ইসলামের নামে ধোঁকা দেওয়া বন্ধ করুন। শিরকি কর্মের অযথা ব্যাখ্যা না দিয়ে খাঁটি তাওবাহ করে ইসলামের সঠিক পথে ফিরে আসুন।



নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba