আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

১২ বছরে তৈরি ২০০ কেজির কোরআন

  • আপডেটেড: সোমবার ০৬ Oct ২০২৫
  • / পঠিত : ৩৬ বার

১২ বছরে তৈরি ২০০ কেজির কোরআন

সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হচ্ছে সূচিকর্মে তৈরি এক অনন্য কোরআন শরিফ। সিরিয়ার খ্যাতিমান শিল্পী ও ক্যালিগ্রাফার মোহাম্মদ মাহের হাজারি দীর্ঘ এক যুগ ধরে এই অসাধারণ শিল্পকর্মটি তৈরি করেছেন। নজরকাড়া এই কোরআনের অনুলিপিটি মেলায় দর্শনার্থীদের মনে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

ইকনার এক প্রতিবেদন থেকে জানা যায়, এই শিল্পকর্মটি প্রস্তুত করতে শিল্পী হাজারির সময় লেগেছে পুরো ১২ বছর। তিনি ১৯৯৮ সালে কাজ শুরু করে ২০১০ সালে এটি সম্পন্ন করেন। সূচিকর্মের মাধ্যমে কাপড়ের ওপর কোরআনের প্রতিটি আয়াত তিনি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।

পবিত্র কোরআনের এই সূচিকর্মটি ১২ খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ডের আয়তন ৮০ সেন্টিমিটার দীর্ঘ এবং ৬০ সেন্টিমিটার প্রশস্ত। পুরো সংকলনটির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম।

শিল্পী মোহাম্মদ মাহের হাজারি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলাম সৌদি আরবে আমার শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পাব। অবশেষে, রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৫-এ সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি জানান, কোরআনের আয়াত সূচিকর্মে ফুটিয়ে তোলার আগে তিনি প্রথমে আরবি ক্যালিগ্রাফির কৌশল ভালোভাবে আয়ত্ত করেন। হাজারি আরও বলেন, ‘এ কোরআন নিয়ে আমি অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছি এবং দর্শকদের প্রশংসা পেয়েছি।’

কোরআন শরিফ ছাড়াও তিনি ৪০টি নববী হাদিস, লোকমান হাকিমের কিছু উপদেশ এবং বেশ কিছু দোয়াও সূচিকর্মে অঙ্কিত করেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ‘রিয়াদ পড়ে’ স্লোগানে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৫-এর এবারের আসরটি গত ২ অক্টোবর শুরু হয়েছে। এই মেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba