আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরবের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

  • আপডেটেড: সোমবার ০৬ Oct ২০২৫
  • / পঠিত : ৩৫ বার

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরবের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

 সৌদি আরবে সাধারণ কর্মী প্রেরণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে এ চুক্তি স্বাক্ষর হয়।বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তি স্বাক্ষর করেন।

সৌদি আরব ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক ইতিহাসে এটি প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে পাঠানো হলেও তা অনানুষ্ঠানিকভাবে চলত। ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই ও স্বীকৃতি বিষয়ে দুটি বিশেষ চুক্তি ছিল।

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ড. আসিফ নজরুল প্রধানত নিয়োগ চুক্তিতে স্বচ্ছতা, নিয়োগকর্তাদের দায়িত্বে আকামা নবায়ন, এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক শ্রমিকদের এক্সিট ভিসা দ্রুত প্রাপ্তি বিষয়ে গুরুত্বারোপ করেন। সৌদি মন্ত্রী ইঞ্জিনিয়ার আল-রাজী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং বাংলাদেশকে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে আহ্বান জানান।

চুক্তির মাধ্যমে দুই দেশ দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানোর সুযোগ সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে। নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক, আকামা নবায়ন এবং এক্সিট ভিসা প্রদানের প্রক্রিয়া আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে।

চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বী সহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি কার্যকর হলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমিক সংখ্যা আগামী দুই বছরের মধ্যে অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যারা বছরে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ করেন। নতুন চুক্তির মাধ্যমে শ্রমিকরা উন্নত বেতন, কর্মপরিবেশ, চিকিৎসা ও আবাসন সুবিধা পাবেন।

বাংলাদেশ সরকার আশা করছে, এই চুক্তি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba