আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সাথে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Oct ২০২৫
  • / পঠিত : ৩০ বার

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সাথে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সাথে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজ (৮ অক্টোবর ২০২৫) বুধবার বাদ জোহর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়

আগামী ১৫ নভেম্বর ২০২৫ 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে 

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সাথে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা 

মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, মুফতি শোয়াইব ইব্রাহিম,

মুফতি কিফায়েতুল্লাহ আজহারী,

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব

মাওলানা উবায়দুল্লাহ কাসেমী,

মুফতি শাহেদ জাহিরী,

মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ, মাওলানা আবু ইউসুফ, মুফতি আবদুল গাফফার ও মাওলানা রশিদ আহমদ। রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি আব্দুল্লাহ নাটোরী, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী,

মুফতি আ. ফ. ম আকরাম হোসাইন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রব ফরিদী, মুফতি দেলোয়ার হোসাইন মাইজী, মুফতি আবু মোহাম্মদ রাহমানী ও মুফতি আমানুল্লাহ বসন্তপুরী। আরো উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আক্তারুজ্জামান, মুফতি মুহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা গাজী ইয়াকুব,মুফতি নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা জোবায়ের আহমদ, মুফতি এহসানুল হক ও মুফতি মুহাম্মদ আরাফাত প্রমুখ। 

মতবিনিময় সভায় বয়ানের মঞ্চে ১৫ তারিখের মহাসমাবেশের বিষয়টি তুলে ধরা, মানুষের মধ্যে জাগরণ তৈরি ইত্যাদির ক্ষেত্রে ওয়ায়েজীনদের সহযোগিতা কামনা করা হয়।

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হয়।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba