আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Oct ২০২৫
  • / পঠিত : ৫৯ বার

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বামীর সমাধিতে তিনি তার রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বের হন বেগম জিয়া। পরে শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারস, বেগম খালেদা জিয়া হঠাৎ করেই বুধবার রাতে স্বামীর সমাধি জিয়ারতের ইচ্ছে প্রকাশ করেন। তার ইচ্ছে অনুযায়ীই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে আসার উদ্যোগ নেওয়া হয়। 

এর আগে, সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছিলেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba