আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী: শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণের অর্থ নেই

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Oct ২০২৫
  • / পঠিত : ৪৭ বার

নাসীরুদ্দীন পাটওয়ারী: শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণের অর্থ নেই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান। এর মধ্যেই ‘শাপলা’ প্রতীক নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট জানিয়ে দিয়েছে শাপলা প্রতীক ছাড়া তারা নিবন্ধন গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। আমরা শাপলা ছাড়া কোনো প্রতীকে নিবন্ধন নেব না।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বা রাজনৈতিক বাধা নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনো যুক্তি নেই শাপলা না দেওয়ার। আমরা আশা করছি, কমিশন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

তিনি আরও যোগ করে বলেন, যদি নির্বাচন কমিশন আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমরা গণতান্ত্রিক উপায়ে শাপলা প্রতীকের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।

এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, বৈঠকে তারা বারবার জানতে চেয়েছেন শাপলা প্রতীক কেন দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

তিনি বলেন, দুই ঘণ্টা আমরা সিইসি ও সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছি। তারা নীরব থেকেছেন, কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। তবে তাদের ধৈর্য্যের প্রশংসা করছি।

পাটোয়ারীর মতে, নির্বাচন কমিশনের এই নীরবতা আসলে এনসিপির অবস্থানের প্রতি নীরব সমর্থন। যেহেতু তারা কোনো জবাব দিতে পারেননি, আমরা ধরে নিচ্ছি তারা আমাদের সঙ্গে একমত, বলেন তিনি।

নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্ট করে জানান, শাপলা প্রতীকই এনসিপির রাজনৈতিক পরিচয়ের প্রতীক।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি পথ খোলা- ধানের শীষ, তারা বা সোনালি আঁশের মতো প্রতীক বাতিল করা, অথবা শাপলা প্রতীক অনুমোদন দেওয়া। আমরা কোনো প্রতীক বাতিল চাই না, শুধু আমাদের শাপলা চাই।

তিনি জোর দিয়ে বলেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে আমরা নিবন্ধন নেব না।

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সচিব আখতার আহমেদ অংশ নেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba