আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

প্রেস সচিব: সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই

  • আপডেটেড: রবিবার ১২ Oct ২০২৫
  • / পঠিত : ৩৫ বার

প্রেস সচিব: সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই

 সামাজিক যোগাযোগমাধ্যমে শতাধিক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব’ হিসেবে নাকচ করে দিয়েছে সরকার। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শফিকুল আলম

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই একটি অসৎ চক্র এ ধরনের গুজব ছড়াচ্ছে। তার মতে, ‘এই ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে’।

প্রেস সচিব শফিকুল আলম আরও একটি গুঞ্জনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

বরং তিনি উল্লেখ করেন, সংস্থাটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার ডিজিএফআইয়ের সীমান্তবর্তী ও বহিঃদেশীয় গোয়েন্দা কার্যক্রম জোরদার করার জন্য সংস্কারমূলক পদক্ষেপের কথা ভাবছে

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba