আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই:জমিয়ত মহাসচিব আফেন্দী

  • আপডেটেড: মঙ্গলবার ১৪ Oct ২০২৫
  • / পঠিত : ৩৯ বার

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই:জমিয়ত মহাসচিব আফেন্দী


ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই বলে মন্তব্য করে সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।


সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব একথা বলেন।


গণসমাবেশ বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী ও সিলেট বারের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।



জমিয়ত মহাসচিব আরো বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্থরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।


তিনি আরও বলেন, ইনসাফ ইসলামের শিক্ষা। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে হক ও সত্যের পক্ষে থাকতে হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। কেউ কেউ ইসলামের নাম নিয়ে রাজনীতি করলেও নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। এসব সুযোগসন্ধানীদের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, 

জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন যাকারিয়া, জমিয়ত জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আমিনুর রশিদ গোয়াইনঘাটী ও শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিমসহ জমিয়তে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এ গণসমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক মিছিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba