আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • আপডেটেড: মঙ্গলবার ১৪ Oct ২০২৫
  • / পঠিত : ২৭ বার

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 ভুয়া ‘জুলাইযোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে ১১ নভেম্বরের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ, জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান এবং রাকিন।

মামলার অভিযোগে বলা হয়, সাবিনা ইয়াসমিনের স্বামী ও সন্তানরা ১৯ জুলাই চট্টগ্রাম রোড এলাকায় আন্দোলনে অংশ নেন। ওই সময় স্বামীর হাঁটুর নিচে গুরুতর আঘাত লেগে এবং ছেলের পা ভেঙে রগ ছিঁড়ে যায়। ২০২৫ সালের ২০ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিসে গেলে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাদের ছেলেকে ধরে নিয়ে ফান্ডেশনের কক্ষে আটকে রাখা হয় এবং সাবিনাকেও মারধর করা হয়।

সাবিনার অভিযোগ, আসামিরা তাদের ‘ভুয়া জুলাই যোদ্ধা’ হিসেবে হুমকি দেন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিতে চেষ্টা করেন এবং তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। নির্যাতনের ফলে তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে সাবিনা আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba