আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Oct ২০২৫
  • / পঠিত : ৩৮ বার

এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

 এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা।

তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে তিনি বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বড় বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

সহপাঠীরা বলছে, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে ‘হেলথ সায়েন্স’ (ঐঝঈ) পরীক্ষার একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারত। এমন সিদ্ধান্ত নেওয়া খুবই মর্মান্তিক।’

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।


আমাদের সময়/আরডি

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba