আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

৮৪ সংস্কার প্রস্তাবে ঐকমত্য, জুলাই সনদে স্বাক্ষর রাজনৈতিক দলগুলোর

  • আপডেটেড: শুক্রবার ১৭ Oct ২০২৫
  • / পঠিত : ৩১ বার

৮৪ সংস্কার প্রস্তাবে ঐকমত্য, জুলাই সনদে স্বাক্ষর রাজনৈতিক দলগুলোর

 দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর রাজনৈতিক নেতারা এতে স্বাক্ষর করেন, যা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


তবে এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ তিন দফা দাবিতে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানালেও তারা দাবিতে অটল থাকেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন করা হয়েছে, যা তাদের একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।


গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ছয়টি কমিশন গঠন করা হয়। এই কমিশনগুলোর প্রস্তাবের ভিত্তিতে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়।

এই ৮৪টি প্রস্তাবের ওপর ভিত্তি করেই জুলাই সনদের খসড়া তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে বিশেষজ্ঞ ও বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হয় এবং গত মঙ্গলবার সনদের চূড়ান্ত কপি দলগুলোকে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়, যেখানে উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba