আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নাহিদের অভিযোগ: বড় রাজনৈতিক দলগুলো এসপি-ডিসি পদ ভাগ করে নিচ্ছে

  • আপডেটেড: বুধবার ২২ Oct ২০২৫
  • / পঠিত : ১৬ বার

নাহিদের অভিযোগ: বড় রাজনৈতিক দলগুলো এসপি-ডিসি পদ ভাগ করে নিচ্ছে

 বড় রাজনৈতিক দলগুলো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আমরা জেনেছি, বিভিন্ন দল প্রশাসনের পদগুলো ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে। বড় দলগুলো জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদগুলো নিজেদের মতো বণ্টন করছে। এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি, উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আছে, তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে।

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন ও প্রশাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, জনপ্রশাসনে যে পদায়ন হচ্ছে, তা কীসের ভিত্তিতে? নিরপেক্ষতা নাকি দলীয় আনুগত্যের ভিত্তিতে? এই প্রশ্ন এখন দেশবাসীর।

বিকেল ৫ টার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে আরেকটি বৈঠক শুরু করেন।

এর আগের দিন, মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba