আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

রাজধানীতে আ. লীগের সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

  • আপডেটেড: বুধবার ২৯ Oct ২০২৫
  • / পঠিত : ১৩ বার

রাজধানীতে আ. লীগের সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২


রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিচয়ে আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র এবং শেরেবাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু।

মঙ্গলবার সকালে আসাদগেট এলাকায় ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গ্রুপ ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠনের ব্যানারে হঠাৎ মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলের ব্যানারটি জব্দ করে।

পরবর্তীতে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুদ্র ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোকাররম হোসাইন রুদ্রের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম পাপ্পুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, হত্যাচেষ্টা এবং মাদক সংক্রান্ত মামলা চলমান আছে।

গ্রেপ্তার হওয়া এই দুই নেতাকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba