আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

  • আপডেটেড: বৃহস্পতিবার ৩০ Oct ২০২৫
  • / পঠিত : ৬ বার

অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন কমিশন (ইসি) অবশেষে রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে গত জুনে নিবন্ধনের সময় শাপলা, কলম ও মোবাইল ফোন এই তিনটি প্রতীক চাওয়া হয়েছিল। পরে অন্যান্য প্রতীক থেকে সরে এসে দলটি শুধু শাপলার ওপরেই জোর দেয়। কিন্তু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় ইসি একাধিকবার এনসিপির আবেদন নাকচ করে দেয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিবিসি বাংলাকে জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না সেব্যাপারে দলীয় ফারামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

তিনি আরও বলেন, কীভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে- এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে।

এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল, তবে তাদের আবেদনও খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই এনসিপি ও ইসির মধ্যে টানাপোড়েন চলছিল।

এনসিপির প্রতীক নিয়ে দফায় দফায় চিঠি চালাচালি ও বৈঠক হয়। দলটির পক্ষ থেকে সবশেষ গত ৭ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠানো হয়।

কিন্তু ইসি তখনও তা আমলে নেয়নি। পাল্টা চিঠিতে কমিশন জানায়, বিধিমালার তালিকা থেকে বিদ্যমান কোনো প্রতীকই বেছে নিতে হবে; অন্যথায় কমিশন নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ দেবে।

গত ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দের শেষ দিন। কিন্তু তখনও এনসিপি জানায়, তারা ‘শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না’। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন প্রতীক তালিকায় সামান্য পরিবর্তন এনে ‘শাপলা কলি’ নামে একটি নতুন প্রতীক যুক্ত করেছে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, এ প্রতীকটি এখন থেকে নতুন তালিকার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলো চাইলে বেছে নিতে পারবে। তবে ‘শাপলা কলি’ প্রতীকটি মূলত এনসিপির জন্যই যুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba