আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জাতিসংঘে ড. ইউনূসের সফরসঙ্গী ফখরুলসহ চার রাজনীতিবিদ

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৮৫ বার

জাতিসংঘে ড. ইউনূসের সফরসঙ্গী ফখরুলসহ চার রাজনীতিবিদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরসহ চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন।

ড. মুহাম্মদ ইউনূস

এই প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রতিনিধিদলে রাজনীতিবিদদের অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, রাজনীতিবিদদের কাছেই দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে, কাজেই সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করছি।’


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba