আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

প্রবাসীদের জন্য আসছে ডাক ভোট অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৬৯ বার

প্রবাসীদের জন্য আসছে ডাক ভোট অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের লোগো

তিনি বলেন, অ্যাপটির নাম হবে ‘পোস্টাল ভোট বিডি’। এর মাধ্যমে প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন এবং ডাকযোগে পাঠানো ব্যালটে ভোট দিতে পারবেন। পরে ডাক বিভাগের মাধ্যমে ভোটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

ইসি সচিব বলেন, নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মচারী এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও ডাক ভোটে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, প্রবাসীরা আগে থেকে নিবন্ধন করলে দেশে ফিরে এসে সরাসরি ভোটও দিতে পারবেন। অ্যাপটি চালুর জন্য প্রস্তুত রয়েছে, তবে নিবন্ধনের সময়সূচি নির্ধারণ হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর।

ডাক ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, থাকবে শুধু প্রতীক। ভোটাররা পছন্দের প্রতীকে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেবেন। প্রতিটি ভোটারের কাছে তিনটি খাম ও ব্যালট ফেরত পাঠানোর জন্য আলাদা খামসহ বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

ইসি সচিব বলেন, ডাক ভোটের সময়সূচি নির্বাচন তফসিল অনুযায়ী নির্ধারিত হবে। নিবন্ধন ও ব্যালট পাঠানোর তারিখ তফসিল ঘোষণার পর জানানো হবে।

তিনি আরও বলেন, নির্বাচন উপকরণ যেমন সিল, ব্যালট বাক্সের তালা, জুটের বস্তা ইত্যাদি প্রায় ৭০ শতাংশ এসে গেছে। বাকি অংশ সেপ্টেম্বরের শেষ নাগাদ এসে পৌঁছাবে।

ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) ইসির সঙ্গে বৈঠক করবে। এদিন দুপুরে তারা ঢাকায় এসে কমিশনের সঙ্গে আলোচনা করবে।

এদিকে, সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল এক অধ্যাদেশ অনুমোদন করেছে, যার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করা হয়েছে। এর ফলে ইসি সচিবালয়ের অধীনে কর্মকর্তাদের নিজস্ব সার্ভিস কাঠামো তৈরি হবে এবং জাতীয় পরিচয় নিবন্ধন উইং ইসির অধীনেই থাকবে।

আখতার আহমেদ বলেন, ইসি শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি, নতুন দল নিবন্ধন এবং পর্যবেক্ষক সংগঠন নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে ২২টি দল নিবন্ধনের আবেদন করেছে এবং ৩০০-এর বেশি সংগঠন পর্যবেক্ষক হিসেবে অনুমোদন চাইছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba