আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ভারতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • আপডেটেড: শনিবার ২০ Sep ২০২৫
  • / পঠিত : ৬১ বার

ভারতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

 ভারতে ইমিগ্রেশন সিল জালিয়াতির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।









বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তবে এরপর তিনি বাংলাদেশে না ফিরেও ইমিগ্রেশন সিল জালিয়াতি করে দেশ ত্যাগের ভুয়া তথ্য দেখান।

সম্প্রতি তিনি ওই ভুয়া তথ্যের ভিত্তিতে পুনরায় ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন। অভিযোগের ভিত্তিতে দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন বাদী হয়ে জুবায়েরের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন।

শুক্রবার জুবায়ের হোসেনকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর। জুবায়ের হোসেন বাগেরহাটের শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba