আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

‘নীলফুলের একদিন’ __ সাদ আমির

  • আপডেটেড: শনিবার ২০ Sep ২০২৫
  • / পঠিত : ৫৪ বার

‘নীলফুলের একদিন’ __ সাদ আমির

স্বল্পায়ুর মনুষ্য জীবন। তার ভাঁজে ভাঁজেই লুকিয়ে থাকে কত রঙ। বোশেখের আকাশের মতো ক্রমেই রূপান্তর হয় চিন্তাধারার। স্মৃতির দোলনায় দোল খায় জীবনের কত ম্রিয়মাণ দিন। সেসব স্মৃতিতে লেপ্টে থাকে নিবিড় ভালোলাগা, থাকে মোহ। জীবনের এমন কতক মুহূর্তই শব্দের বুননে দারুণ ছন্দ তুলে অসামান্য দক্ষতায় মলাটবন্দী করেছেন তরুণ লেখক শ্রদ্ধেয় সাদ আমির।


স্মৃতিগদ্যের এই বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন জীবনের ঘনিষ্ঠ বিষয়াদি। হারানো শৈশব, দুরন্ত ছেলেবেলা, নিখাদ মায়া আর রাশি রাশি মুগ্ধতার কথাও নিঁখুতভাবেই ব্যক্ত করেছেন। নিভৃত পল্লী, ধুলোমাখা শহর, নিটোল হাসি, বিষণ্ণ নগরীর ব্যস্ত পথ, এমন বহু নস্টালজিক বিষয় লেখক লেপ্টে দিয়েছেন বইটির পাতায় পাতায়। মায়ের আদর, ভালোবাসা একটু একটু বুঝতে পারার দিনে লেখাপড়ার নাম করে দূরে সরে যাওয়া, সেই আবাসিক জীবনে স্বপ্নের ভেতর মাকে দেখে কেঁদে ওঠার মতো ঘটনাও এখানে উন্মিলিত হয়েছে সাবলীল বর্ণনায়। কত বিচিত্র আবেগ, মুগ্ধতা, সন্তাপ, উল্লাস, দ্রবণ এসব লেখায়—যার উপর শান্তি নামে। পূর্ণতার শান্তি, ক্ষয়ের শান্তি। একজন ধীমান লেখক সমকালে থেকে যেমন অনাগত কালকে অবলোকন করেন কল্পনায় ও প্রজ্ঞায়; ঠিক তদ্রূপ স্মৃতির ঝাঁপি থেকে ফেলে আসা কৈশোর ও উদ্দীপ্ত তারুণ্যের স্মৃতিকে প্রাঞ্জল ভাষায়, গল্পের আবহে দীপান্বিত করে স্মৃতিগদ্য লিখেছেন সাদ আমির। তাঁর স্মৃতিগদ্য বলার ধরন বা শৈলী স্বকীয়তায় ও স্বতন্ত্র ধারায় ঋদ্ধ। ‘নীলফুলের একদিন’ যেন বাংলার চিরায়ত ঘটমান লোকজস্মৃতি।


সাদ আমিরের স্মৃতিগদ্যে মিশে আছে কৈশোরের বর্ণিল স্মৃতির উৎসব। তাঁর সময়ের ধুলো মাটির গন্ধবহ অতীতকে এঁকেছেন পরম আনন্দে। বইটি পড়লেই পাঠক নিজেকে খুঁজে পাবেন তাঁর অতীতের সোনালি দিনের সেইসব রঙিনে। ‘নীলফুলের একদিন’ যেন হারিয়ে যাওয়া সেইসব সোনালি দিনের স্মৃতির আকর। যা লেখকের নান্দনিক উপস্থাপনার মাধ্যমে পাঠককে বিমোহিত করবে নিশ্চিত।


বই : নীলফুলের একদিন

ধরন : স্মৃতিগদ্য

লেখক : সাদ আমির

প্রকাশক : সাহিত্যদেশ

https://www.rokomari.com/book/274655/nilfuler-ekdin




নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba