আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা: অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় তদন্ত চলছে

  • আপডেটেড: রবিবার ০৫ Oct ২০২৫
  • / পঠিত : ৩৬ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা: অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় তদন্ত চলছে

 এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা জানতে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রবিবার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় ধর্মীয় নেতাদের জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারা সহযোগিতা করছেন। প্রতিটি ক্ষেত্রেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছিল। এই চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ ছিল, যা গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে ইতিমধ্যেই প্রতীয়মান হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়। এখানকার কিছু ঘটনার সঙ্গেও সেই যোগসূত্র পাওয়া যাচ্ছে।

গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং দুর্গাপূজা কমিটির সহযোগিতায় কুচক্রীদের সেই চক্রান্ত সরকার নস্যাৎ করতে সক্ষম হয়েছে, বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রামের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ধর্ষণের যে অভিযোগ নিয়ে এত হইচই, সেই ঘটনার মেডিকেল প্রতিবেদনে কোনো আলামতই পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও পাহাড়ি-বাঙালি জনগণের সহযোগিতায় ষড়যন্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে পার্বত্য জেলায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কিছু পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা ছড়াতে চেয়েছিল। কিছু বুদ্ধিজীবীও তাদের ইন্ধন দিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এবারও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হয়েছে।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও তদন্ত চলছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba