আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সাবের হোসেনের চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক: যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Oct ২০২৫
  • / পঠিত : ৩৯ বার

সাবের হোসেনের চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক: যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, এ ধরনের ব্যক্তিগত সাক্ষাতের ক্ষেত্রে সরকারের কিছু করার থাকে না।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তৌহিদ হোসেন বলেন, ‘তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন।'

সম্প্রতি ঢাকার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নিযুক্ত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি বৈঠক করেন। এই বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও যোগ করেন, বৈঠকের বিষয়বস্তু বা এর ফলাফল নিয়ে বিতর্ক চলতে পারে, তবে সেখানে তাদের যাওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে বলার কিছু নেই।

তবে কী কারণে বা কোন বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। উভয় পক্ষের নীরবতা বৈঠকটিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়েছে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba