আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা: বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ দল আসছে

  • আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
  • / পঠিত : ৩৭ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা: বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ দল আসছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের ব্যবস্থাপনা ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনের বিশেষজ্ঞ দলকে তদন্তে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথমে যুক্তরাজ্যকে আমন্ত্রণ জানানো হয়েছে, এরপর অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকেও যুক্ত করা হয়েছে। এসব দেশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করবে।

তিনি বলেন, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে ব্যর্থ হননি। তারা যদি ব্যর্থ হতেন, তাহলে কীভাবে আগুন নিভল? তারা যদি কাজ না করতেন, পুরো এলাকা পুড়ে যেত।

ফায়ার সার্ভিসের উপস্থিতি বিলম্বিত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। বিমানবন্দরের ভেতরের ইউনিটগুলো চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। বাইরের অন্যান্য ইউনিট ধাপে ধাপে ২০ মিনিটের মধ্যে আসে। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরের গুদামঘরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময় লেগেছে।

একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা নানা ধরনের কষ্টের মুখোমুখি হন। তাদের আর্থিক চাপ কমাতে পাসপোর্ট ফি হ্রাসের বিষয়ে আলোচনা হয়েছে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba