আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার দাবি জামায়াতের

  • আপডেটেড: বৃহস্পতিবার ৩০ Oct ২০২৫
  • / পঠিত : ১৮ বার

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার দাবি জামায়াতের

আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। তাই সরকার চাইলে আজ রাতের মধ্যেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে পারে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে আদেশ জারি করতে হবে। যদি দেরি হয়, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পর গণভোটের আয়োজন করতে হবে, উল্লেখ করে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশন সরকারের কাছে জমা দিয়েছে।

জামায়াত জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষপাতী, কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলোর নেতারা প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, যা গণভোটের গুরুত্ব কমিয়ে দিতে পারে।

তিনি আরও বলেন, গণভোটের পর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, যাতে কোনো কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে না পড়ে। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনকে সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেন জামায়াত নেতা।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এতে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও হামিদুর রহমান আযাদ।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba