আজঃ শনিবার ০১-১১-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা, পত্রিকায় বিজ্ঞপ্তি

  • আপডেটেড: শুক্রবার ৩১ Oct ২০২৫
  • / পঠিত : ৬৩ বার

শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা, পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার (৩১ অক্টোবর) দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘ডেইলি স্টার’ ও ‘আমার দেশ’-এ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিআইডি জানায়, দণ্ডবিধির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সংস্থাটি বাদী হয়ে রমনা থানায় এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেছিল। মামলায় দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশ থেকে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্তকালে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়। তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে ২৬১ জন পলাতক থাকায় আদালত বিজ্ঞপ্তি প্রকাশের এই নির্দেশ দেন।

জসীম উদ্দিন খান আরও বলেন, ‘মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিচার’ এজেন্ডা বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে’।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba