আজঃ সোমবার ০৩-১১-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সালাহউদ্দিন: নির্বাচনী ফায়দা তোলার জন্য ইসলামকে ব্যবহার করছে একটি দল

  • আপডেটেড: শনিবার ০১ Nov ২০২৫
  • / পঠিত : ১২ বার

সালাহউদ্দিন: নির্বাচনী ফায়দা তোলার জন্য ইসলামকে ব্যবহার করছে একটি দল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনী স্বার্থে ইসলামকে ব্যবহার করে দেশের মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদ আয়োজিত ‘আজমতে সাহাবা গ্র্যান্ড কনফারেন্স’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে নানা ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা চলছে, বিশেষ করে নির্বাচন সামনে এলেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে এবং ইসলামকে ভুলভাবে ব্যবহার না করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলাম মানি, সেই ইসলাম, যা নবী করিম (সা.) প্রতিষ্ঠা করেছিলেন এবং সাহাবায়ে কেরাম অনুসরণ করেছিলেন। এখানে মওদূদীর ইসলাম মানা হয় না।

বিএনপির এই নেতা আরও বলেন, গত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ছিল ইসলামবিদ্বেষী। আওয়ামী লীগের রাজনীতি সব সময় ইসলামবিরোধী চরিত্র বহন করেছে, তারা আলেমদের ওপর নির্যাতন করেছে এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য।

সাবেক সরকারের পতন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা সবাই দেখেছি, কীভাবে আল্লাহর ফয়সালায় তাদের রাজনীতির পরিসমাপ্তি ঘটেছে। তাই এখন আমাদের উচিত আদর্শ, সততা ও ইসলামী নীতির ভিত্তিতে রাজনীতি করা।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba