আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সকল ইসলাম বিরোধী আইন ও প্রাথমিক নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিল চাই____ মাওঃ রশীদ বিন ওয়াক্কাস

  • আপডেটেড: শনিবার ১৩ Sep ২০২৫
  • / পঠিত : ৭০ বার

সকল ইসলাম বিরোধী আইন ও প্রাথমিক নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিল চাই____ মাওঃ রশীদ বিন ওয়াক্কাস

সকল ইসলাম বিরোধী আইন ও প্রাথমিক নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিল চাই

প্রাথমিক বিদ্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ও নাচগান শিক্ষাক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

গত৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ৬৫ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ এর প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম মনিরামপুর থানা শাখা উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস বলেন এদেশে শিক্ষার নামে অধর্ম চলবে না, নাচ গানের শিক্ষকের পরিবর্তে ধর্মিয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি বলেন ২৪ এর স্বাধীনতার পরে বিপ্লবী সরকারের পরিবর্তে এনজিও সরকার এসেছে, যারা অতি কৌশলে ইসলামের গোড়া কেটে চলেছে, একের পর এক ইসলাম বিরোধী আইন করে চলেছে। যেদেশে শিক্ষা গুরুরা বেতনের অভাবে মানবেতর জীবন যাপন করেছে সেদেশে প্রতিতাদের মাসিক ১০ হাজার ভাতা দেওয়া হচ্ছে। তিনি বলেন মনিরামপুরের গলার কাটা ভবদহ সমস্যার স্থায়ী সামাধান চান এবং সমাধান না হওয়া পর্যন্ত এ এলাকা কে দুর্যোগপুন্য এলাকা ঘোষণার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, আশরাফ ইয়াছিন, মাওলানা আজিজুর রহমান, আজহারুল ইসলাম, হাসান আল মামুন, মাহমুদুল হাসান প্রমুখ।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba