আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

সস্তায় ইলিশ ভারতে গেল

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৮০ বার

সস্তায় ইলিশ ভারতে গেল


 প্রিন্ট ভার্সন
বাংলাদেশ থেকে সস্তায় ইলিশ গেল ভারতে!

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। ইলিশের প্রথম এ চালানটি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন রেজা। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানিমূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার টাকার মতো। অথচ দেশের বিভিন্ন স্থানে গতকাল ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশই বিক্রি হয় ১৪০০-১৫০০ টাকা কেজি। বিক্রেতারা জানান, বাজারে ইলিশের সংকট চলছে। ক্রেতাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের রপ্তানিকারকের কাছ থেকে ইলিশগুলো ক্রয় করে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫ প্রতিষ্ঠানকে ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba