আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

২০ টাকায় মিলবে সবজি! কাওরান বাজারের সিন্ডিকেট ভাঙার ঘোষণা ক্যাবের

  • আপডেটেড: শনিবার ২০ Sep ২০২৫
  • / পঠিত : ৫৬ বার

২০ টাকায় মিলবে সবজি! কাওরান বাজারের সিন্ডিকেট ভাঙার ঘোষণা ক্যাবের

রাজধানীর কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। নতুন এই ব্যবস্থায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি সরাসরি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবেন, যার ফলে ২০ টাকা বা তারও কম দামে সবজি কেনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি জানান, কাওরান বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যে পটল ৩০ টাকা দরে কাওরান বাজারের উত্তর গেট দিয়ে প্রবেশ করে, সেটি অন্য গেট দিয়ে ৭০ টাকায় বিক্রি হয়। কৃষক যদি তার ১০০ টাকার পণ্যের জন্য ৮০ টাকাও পেতেন, তাহলে কারও কোনো সমস্যা ছিল না। কিন্তু কৃষক পাচ্ছেন মাত্র ৩০ টাকা, আর ভোক্তাকে সেই পণ্যটিই কিনতে হচ্ছে ১০০ টাকায়। বাকি ৭০ টাকা পথেই বিভিন্ন হাতে চলে যাচ্ছে।’ এই সমস্যা সমাধানে উৎপাদন খরচ কমানো এবং বিপণন ব্যবস্থা আধুনিকীকরণের ওপর জোর দেন তিনি।

এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পাশে শাকসবজি বিক্রির জন্য একটি ‘হাব’ চালু করা হচ্ছে।

এ এইচ এম সফিকুজ্জামান প্রান্তিক কৃষকদের কৃষিঋণ প্রাপ্তি এবং ন্যায্যমূল্যে সার না পাওয়ার মতো বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকদের কাছে কৃষিঋণ ঠিকমতো পৌঁছায় কি না, তা নিয়ে অনুসন্ধান হওয়া প্রয়োজন।

ভোক্তার অধিকার সুরক্ষায় ক্যাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘ক্যাবের নিষ্ক্রিয় কমিটিগুলোকে পুনর্গঠন করে এর কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। ভোক্তার অধিকার সংরক্ষণে আইনের প্রয়োগ কোথায় কোথায় সম্ভব, আমরা সরকারকে তা দেখিয়ে দেব’।

উল্লেখ্য, এ এইচ এম সফিকুজ্জামান গত ৩০ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি প্রায় আড়াই বছর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত ৯ সেপ্টেম্বর তিনি ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঞ্জুর-ই-খোদা তরফদার, প্রচার সম্পাদক মুসা মিয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোহা. শওকত আলী খান।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba