আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

বিশ্বকে তাক লাগিয়ে এক মাসে বিশ্বের অর্ধেক সোনা কিনেছে এশিয়ারই একটি দেশ

  • আপডেটেড: শুক্রবার ১০ Oct ২০২৫
  • / পঠিত : ৪৩ বার

বিশ্বকে তাক লাগিয়ে এক মাসে বিশ্বের অর্ধেক সোনা কিনেছে এশিয়ারই একটি দেশ

 বিশ্বের শক্তিধর দেশগুলোকে পেছনে ফেলে গত আগস্টে সবচেয়ে বেশি সোনা কিনেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। ওই মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ সোনা কিনেছে, তার অর্ধেকেরও বেশি একা কিনেছে দেশটি। এর মাধ্যমে টানা ছয় মাস ধরে সোনা কেনার ধারা অব্যাহত রাখল তারা।

জানা গেছে, গত আগস্টে কাজাখস্তান প্রায় ৮ টন সোনা কিনেছে, যার ফলে প্রথমবারের মতো দেশটির সোনার মজুত ৩০০ টনের মাইলফলক অতিক্রম করেছে। শুধু আগস্টেই নয়, চলতি বছরের প্রথম দুই ত্রৈমাসিকে দেশটি যথাক্রমে প্রায় সাড়ে ছয় টন ও ১৬ টন সোনা সংগ্রহ করে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, কাজাখস্তানের মাথাপিছু আয় প্রায় ৯ হাজার ১২২ মার্কিন ডলার, যা দেশটিকে তাদের বৈদেশিক মুদ্রাভান্ডার সোনায় সমৃদ্ধ করতে সহায়তা করছে।

আগস্ট মাসে সোনা কেনার এই তালিকায় কাজাখস্তানের পাশাপাশি ছিল উজবেকিস্তান, তুরস্ক, চীন, বুলগেরিয়া, ঘানা ও চেক রিপাবলিক। অন্যদিকে, রাশিয়া ও ইন্দোনেশিয়া এই সময়ে তাদের মজুত থেকে সোনা বিক্রি করেছে। মুদ্রা তৈরির কর্মসূচির জন্য রাশিয়া তিন টন এবং ইন্দোনেশিয়া দুই টন সোনা বিক্রি করে বলে জানা যায়।

বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনায় কিছুটা ধীরগতি এনেছে। তবে ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রাভান্ডারে বৈচিত্র্য আনতে দেশগুলো সোনাকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেওয়ায় এর প্রতি আগ্রহ স্থিতিশীল রয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে, যার পরিমাণ প্রায় আট হাজার ১৩৩ টন। এরপরেই রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স, রাশিয়া ও চীন। ভারতের রিজার্ভ ব্যাংকেও প্রায় ৮৪০ টন সোনা মজুত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির চলমান অস্থিরতার মধ্যে সোনাকে বরাবরই একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে রুশ-ইউক্রেন যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক দেশ এখন তাদের আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সোনার ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba