আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্বর্ণের ভরিতে কমল ৮৩৮৬ টাকা

  • আপডেটেড: বুধবার ২২ Oct ২০২৫
  • / পঠিত : ১৭ বার

স্বর্ণের ভরিতে কমল ৮৩৮৬ টাকা

 দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। স্বর্ণের নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়া মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার ৭৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০০ টাকা কমিয়ে ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট ৬০৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪৪৩ টাকা কমিয়ে ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের সময়/জেএইচ


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba