আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জাতিসংঘ: অন্তহীন যুদ্ধে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধান হবে না

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
  • / পঠিত : ৭১ বার

জাতিসংঘ: অন্তহীন যুদ্ধে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধান হবে না

জাতিসংঘ: অন্তহীন যুদ্ধে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধান হবে না

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, অন্তহীন যুদ্ধের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব নয়।

আনালেনা বেয়ারবক

বুধবার কানাডার হ্যামিলটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশনের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য আমাদের একটি উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি সুযোগ যা আমাদের এই বাস্তবতা তুলে ধরতে সাহায্য করবে যে, অন্তহীন যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সমাধান করা যাবে না।’ বেয়ারবক জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য স্থায়ী শান্তি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান।’

গাজার বেসামরিক অবকাঠামো নিয়ে তার পূর্ববর্তী মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে বেয়ারবক জানান, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আন্তর্জাতিক মানবিক আইন বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর সুরক্ষার কথা বলে।’

তিনি আরও বলেন, ‘তাদের অবশ্যই সর্বদা সুরক্ষা দিতে হবে। আমি অতীতে আমার বক্তব্যেও এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট ছিলাম এবং আবারও বলছি, কোনো অবস্থাতেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা যাবে না।’

বেয়ারবক যুক্তি দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করা যায় না। সামরিক উদ্দেশ্যে বেসামরিক স্থাপনার অপব্যবহারও আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনে জেনেভা কনভেনশন রয়েছে। সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে বেসামরিক নাগরিকদের সর্বদা সুরক্ষা দিতে হবে।’


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba