আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

মণিরামপুরে তেল কম দেওয়ায় জরিমানা

  • আপডেটেড: বৃহস্পতিবার ২৫ Sep ২০২৫
  • / পঠিত : ৪৮ বার

মণিরামপুরে তেল কম দেওয়ায় জরিমানা

 ‎মণিরামপুর প্রতিনিধিঃ‎ওজনে কারচুপি করে পরিমানে কম দেওয়া প্রমানিত হওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার উপজেলার রোহিতা বাজারের জ্বালানি তেলের ডিপোতে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ শনাক্তে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৭,০০০(সাত হাজার) টাকা নগদ জরিমানা অনাদায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি). মাসুদুর রহমান।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

‎উপজেলা সহকারি কমিশনার ভূমি’র মিডায়া সেলের তথ্য মোতাবেক,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে রোহিতা বাজারের কোদলাপাড়া মোড়ে অবস্থিত ভূঁইয়া ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ভূঁইয়া ট্রেডার্সের মালিক মো. আব্দুল কাদেরকে (৫০) জ্বালানি তেল বিক্রয়ের সময় ওজনে কম দিতে দেখা যায়।

‎অপরাধ আইনে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাকে জরিমানা তাকে এ জরিমানা করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba