আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে

  • আপডেটেড: শুক্রবার ২৬ Sep ২০২৫
  • / পঠিত : ৭৭ বার

জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।


এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় এদিন ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন মাওলানা মামুনের স্ত্রী খাদিজা।



এদিকে মামুনের সন্ধান চেয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তার পরিবার।


জুলাই যোদ্ধা মামুনকে ফিরে পেতে স্বজনদের আহাজারিজুলাই যোদ্ধা মামুনকে ফিরে পেতে স্বজনদের আহাজারি

মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? সরকার কী পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে? আমার স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাবো? আমার স্বামীকে জুমাআর দিনেও কি পাব না?


এসময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।


মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা-বাবা সন্তানের জীবিত ফেরার আকুতি জানান। তারা দুজনই সন্তানের শোকে ভেঙে পড়েছেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba