আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

নাটোরে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

  • আপডেটেড: বুধবার ০১ Oct ২০২৫
  • / পঠিত : ৩৯ বার

নাটোরে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

 নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার না করে স্বাভাবিকভাবেই তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।

রেশমা খাতুন (২৩) নামের এক নারী এই পাঁচ সন্তানের জন্ম দেন। তিনি লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। ভূমিষ্ঠ হওয়া এক ছেলে ও এক মেয়ে গতকাল রাতেই মারা গেছে। বুধবার (১ অক্টোবর) সকালে তাদের দাফন করা হয়েছে। মা ও অপর তিন সন্তান সুস্থ আছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে রেশমা খাতুন প্রসবব্যথা অনুভব করলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে তার পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়।

আজ বেলা তিনটার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে নবজাতকদের বাবা আসিব হোসেন জানান, বর্তমানে তার স্ত্রী ও তিন সন্তান সুস্থ আছে। তবে তাদের হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। এই স্বল্প আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চান।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba