আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ট্রাম্পের শান্তির আহ্বানের ঘণ্টাখানেক পরই গাজায় হামলায় নিহত ২০

  • আপডেটেড: শনিবার ০৪ Oct ২০২৫
  • / পঠিত : ৩৭ বার

ট্রাম্পের শান্তির আহ্বানের ঘণ্টাখানেক পরই গাজায় হামলায় নিহত ২০

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন

এর আগে, ফিলিস্তিনি সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি ট্রাম্পের ‘গাজা পরিকল্পনার’ প্রস্তাবের জবাব দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা গাজা প্রশাসনের দায়িত্ব প্রযুক্তিবিদ বা ‘টেকনোক্র্যাটদের’ হাতে তুলে দিতে এবং ইসরায়েলে আটক সব বন্দিকে মুক্তি দিতে রাজি রয়েছে।

তবে হামাস তাদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি, যদিও সংগঠনটি জানায় যে তারা ‘তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত’।

হামাসের এই প্রতিক্রিয়ার পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি, হামাস এখন স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি ইসরায়েলকে ‘অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধের’ আহ্বান জানান।

কিন্তু ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় নতুন করে বিমান হামলা চালায়, যেখানে অন্তত ২০ জন নিহত ও অনেকে আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি পরিবারের সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন আহত।

অন্যদিকে, ইসরায়েলে ওই দিনের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba