আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

২০২৩ সাল থেকে পশ্চিম তীরে দেড় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী-শিক্ষক নিহত

  • আপডেটেড: বুধবার ০৮ Oct ২০২৫
  • / পঠিত : ৫২ বার

২০২৩ সাল থেকে পশ্চিম তীরে দেড় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী-শিক্ষক নিহত

 অধিকৃত পশ্চিম তীরে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে ১৪৭ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষাকর্মী রয়েছেন। একই সময়ে আরও ১,০৫০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত দুই বছরে অধিকৃত এই ভূখণ্ডে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী ১,০৩৯ জন শিক্ষার্থী ও কর্মীকে আটক করেছে। এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরের দুটি বিদ্যালয় ধ্বংস করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অভিযান চালানো হয়েছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বেড়েছে। ২০২৩ সালের শেষ দিক থেকে গাজায় শুরু হওয়া এই সংঘাতে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে অন্তত ১,০৪৮ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০,৩০০ জন আহত হয়েছেন।

ইসরায়েল কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়া ও লেবাননের জমি দখল করে রেখেছে এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba