আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

স্বামী মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৯ Oct ২০২৫
  • / পঠিত : ৬৬ বার

স্বামী মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

 বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর কাছে মোবাইল ফোন কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আইরিন জাহান উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ধুনট থানা পুলিশ বথুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ থানা হেফাজতে নেয়। এ ঘটনায় উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বিকেলে আইরিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরিন ও সাদিক দম্পতি জীবিকার তাগিদে প্রায় ৬ মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাদিক আশুলিয়া এলাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর আইরিন বাসায় অবস্থান করেন। আইরিন কয়েক মাস ধরে স্বামীর কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে।

কিন্তু আর্থিক সংকটের কারণে স্ত্রীকে মোবাইল ফোন কিনে দিতে পারেনি সাদিক। তবে সাদিক মোবাইল ফোন কিনে দিবে বলে স্ত্রীর কাছে এক মাস সময় চেয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেননি আইরিন।

এ অবস্থায় মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালানোর জন্য বাসার বাইরে যায়।

এ সময় আইরিন নিজ ঘরের ভেতর ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সাদিক স্ত্রীর মরদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়িতে ফিরে আসেন। সংবাদ পেয়ে থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আইরিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba