আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চাকসু নির্বাচন: নিরাপত্তায় র‍্যাবের ৮ টিম, গোপন গোয়েন্দা সদস্য মোতায়েন

  • আপডেটেড: মঙ্গলবার ১৪ Oct ২০২৫
  • / পঠিত : ৪১ বার

চাকসু নির্বাচন: নিরাপত্তায় র‍্যাবের ৮ টিম, গোপন গোয়েন্দা সদস্য মোতায়েন

 আগামীকাল (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আটটি টিম মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছদ্মবেশে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, নির্বাচনকালীন পুরো সময় আমরা দায়িত্বে থাকব। প্রয়োজনে অতিরিক্ত রিজার্ভ টিমও মোতায়েন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র চাকসু নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, র‍্যাব পুরো নির্বাচনকালীন সময় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্বে থাকবে এবং ফলাফল ঘোষণার পর কমপক্ষে ১২ ঘণ্টা পর্যন্ত অবস্থান করবে। পুলিশও ফল ঘোষণার পর অন্তত ৮ ঘণ্টা দায়িত্বে থাকবে।

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালীন সময় ক্যাম্পাসে সিসিটিভি মনিটরিং, স্টুডেন্ট আইডি যাচাই এবং ভোটকেন্দ্রে পৃথক প্রবেশপথ নিশ্চিত করা হবে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রশাসনিক টিমও পুরো প্রক্রিয়া তদারকি করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের পাশাপাশি টানটান উত্তেজনাও বিরাজ করছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba