আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের ভৈরব নদ দখলমুক্ত করতে যৌথ অভিযান

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Oct ২০২৫
  • / পঠিত : ২২ বার

যশোরের ভৈরব নদ দখলমুক্ত করতে যৌথ অভিযান

 স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানার ভৈরব নদ অবৈধ দখলমুক্ত করতে এবার যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়।


সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানে পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আগেও পৌরসভা একাধিকবার অভিযান চালালেও দড়াটানার অংশটি পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হয়নি। তবে এবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা পিলার বসানো হচ্ছে এবং কাটাতারের বেড়া দিয়ে নদীর জায়গা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানের শুরুতে ভৈরব হোটেলের সামনের অংশ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ব্রিজের দুই পাশের ফুটপাত এবং পাউবোর জায়গায় গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়। পরে ভৈরব চত্বরের আশপাশের ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করা হয়।

উচ্ছেদের সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, পাউবো কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের দোকান ভেঙে দিয়েছে। তারা দাবি করেন, এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং পুনর্বাসনেরও দাবি জানান।

 

পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, “একাধিকবার নোটিশ দেওয়ার পরও কেউ কর্ণপাত করেনি। বাধ্য হয়েই আমরা জেলা প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছি।”

তিনি জানান, প্রথম ধাপে কাটাতার দিয়ে নদীর অংশ ঘিরে ফেলা হবে। পরবর্তীতে সেখানে গাছ লাগানো এবং পৌরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ” তিনি সবাইকে স্বেচ্ছায় নদীর জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba